ঢাকায় করোনা ভাইরাসে ৩ জন আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় লক্ষ্মীপুর জেলার সবক’টি উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসী ও সার্জিক্যাল দোকানগুলো অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার অভিযোগ পেয়ে হাসপাতাল সড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালত দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করে।
আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল সড়কের লক্ষ্মীপুর সার্জিক্যালকে ১০ হাজার ও বিসমিল্লাহ সার্জিক্যাল মার্টকে ৩ হাজার টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মকবুল আহমেদ ও মনিজা খাতুন ।
জেলা ড্রাগ সুপার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০/২০ টাকা দামের মাস্ক ১০০-১৫০ টাকা বিক্রি করে মানুষদের হয়রানি করার ঘটনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই দুই ফার্মেসিকে ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার টাকা জরিমানা করে। অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মাস্ক উপস্থিত ক্রেতাদের মাঝে সুলভ মূল্যে বিতরণ করা হয়।
মাহমুদ ফারুক।
আমার লক্ষ্মীপুর ডটকম
No comments:
Post a Comment