মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ২০২০, সকালে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মশরুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জয়নুল আবেদীন, নাগরপুর থানা ওসি (তদন্ত)গোলাম মোস্তফা মন্ডল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, বঙ্গ বন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের উপর গুরত্ব দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। তাঁর ৭ মার্চ ভাষণের ফলে জাতি সঠিক দিকনির্দেশনা পেয়েছে। তাঁর গুরত্বপূর্ণ ও নির্দেশনা মূলক ভাষণের কারণে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। তাঁর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
আলোচনা শেষে বিভিন্ন প্রকার অনুষ্ঠানের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
No comments:
Post a Comment