মানুষ এক ভয়ংকর ডায়নোসর।কাউকে ভয় পায় না।কাক কাকের মাংশ না খেলেও মানুষ খায়।লোভে, লাভে,অপ্রয়োজনে,বিলাসবহুল রকমারি স্বাদে।খেয়ে ফেলে বিবেক,উৎচ্ছন্নতায় ভরে দেয় জীবন।যৌবনের কাছে,জীবনের কাছে ঋনি হয়ে পড়ে।ঋন শোধ দেবার ভাবনা ভেতরে ভেতরে তাড়া করলেও সমাজের শুভ্র পর্দার অন্তরালে কালো পর্দায় ডাকা থেকে যায়।অপরিনামদর্শীতায় সমাজকে ছেয়ে ফেলে।অদ্ভুত বিবর্তন।বিবর্তনের যাতা কলে পিষ্ঠ সেতো সাধারন নিরীহ জনগন।পাপ করেনা, হয় পাপিষ্ঠ।মানুষ কি পাপকে ভয় করে?
দুর্নীতি,ঘুষ,ঠকঠকানি,দখল,কালোবাজারি,অপশাসন,অধিকার হরন,সত্যের সাথে অসত্যের মিশ্রনে লজ্জা নেই,ভয়ও নেই।ভয় করোনা ভাইরাস নিয়ে।আমাদের সমাজ কবেই করোনা ভারাসে আক্রান্ত হয়েছে।আমাদের অন্তরে যদি করোনা ভাইরাস হতো তবে দেশ ও জনগন বেঁচে যেত,জনগন অসাধু রাজনীতি ও রাজনীতিবিদ দেখতোনা,জনগন সাধু বেশধারীদের দেখতে হতোনা,জনগনের রক্তচোষাদের দেখতে হতোনা।আমাদের প্রত্যাশা এরুপ সবার অন্তরে করোনা ভাইরাস হোক,হে মহান তাদের দেহে নয়।
লেখক,
মনজুরুল হক ফারুক
লেখক, গবেষক ও শিক্ষানুরাগী
রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
রমগঞ্জ,লক্ষীপুর
No comments:
Post a Comment