বিশেষ প্রতিবেদকঃ
ভোলার শশীভুষন হাইস্কুল মাঠে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৯/৩/২০ সোমবার বাদ এশা বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাহফিলে লাখো জনতায় জনসমুদ্র রুপ ধারণ করে মাঠ।
এ সময় সম্মেলনে প্রধান অতিথির বয়ান করেন,বাংলাদেশের প্রখ্যাত জনপ্রিয় নন্দিত বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) মুহতামিম জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা।এসময় আরো অনেক প্রখ্যাত উলামায়ে কেরামগণ বয়ান করেছেন।
এর আগে বিকেল থেকেই হাজার হাজার মুসল্লিদের ঢল নামতে থাকে । মাহফিল শুরু হবার পর লাখো মানুষের জনস্রোত তৈরি হয়। পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। এছাড়াও আশেপাশের সড়কগুলোতে হাজারো মুসল্লিগণ আল্লাহর জিকিরের ধ্বনিতে মুখরিত হয়। বিভিন্ন যানবাহনে মসল্লিগণ মাহ্ফিলে অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) আখেরী মোনাজাতে মাধ্যমে পৃথিবীর পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথের দিশা পেতে এবং দেশ ও মুসলিম উম্মা এবং সম্মেলনে আসা আগত মুসল্লি ও আয়োজকদের জন্য মহান আল্লাহ তায়ালার রহমত মাগফিরাত কামনা করা হয়।
No comments:
Post a Comment