এফ এম বুরহান, রূপসা উপজেলা প্রতিনিধিঃ রূপসী রূপসার বুকে একটি সুপরিচিত সেচ্ছাসেবী সংগঠন রূপসা ব্লাড কাফেলা, এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল রূপসার বিভিন্ন এলাকায় দিন ব্যাপী় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয় ।
তাদের কাছে আমার খবর জানতে চাইলে তারা বলেন, নন্দনপুরে অবস্থিত রূপসা ব্লাড কাফেলা এর কার্যালয় থেকে শুরু করে সমস্ত নন্দনপুর এই জীবাণুনাশক স্প্রে করি , এবং আমাদের এই কর্মসূচি রূপসার অলিগলি শেষ না করা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তারা আরও বলেন,
আমাদের এই উদ্যোগকে ২ নং শ্রীফলতলা ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক সরদার সাধুবাদ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপসা ব্লাড কাফেলা এর প্রতিষ্ঠাতা এফ এম বুরহান, প্রতিষ্ঠাতা সদস্য হাসিবুর রহমান, মেহেদী হাসান, আবিদ হাসান, বাদশা শেখ, ইব্রাহিম হোসেন, সোহানুর রহমান, গোলাম রব্বানী, ফামিম, আমিনুল, আরো উপস্থিত ছিলেন, রাতুল, ইয়ামিন,আলিমুন প্রমুখ।
No comments:
Post a Comment