আমান উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:কক্সবাজার ফরাজি পাড় আমিনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে ছেলেটির নাম মোঃ ফায়সাল তার বয়স (১১) সে চকরিয়া উপজেলা খুটাখালী মোঃ হোসাইন ছেলে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ এমদাদ জানান গত সোমবার মাগরিবের নামাজের পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না আমি এ বিষয়ে নিশ্চিত হয়ে তার পিতা সাথে যোগাযোগ করলে তার পিতা মোঃ হোসাইন বলেন সে বাড়িতে আসেনি বাড়িতে এ বিষয়ে খবর পেয়ে আত্মীয়-স্বজনের কাছে খোঁজাখুঁজি করি তাকে কোথাও পাওয়া যায় নাই , তার পিতা মোঃ হোসাইন আরো বলেন সে মাদ্রাসা থেকে কোন সময় পালিয়ে যায় নাই, যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরে যোগাযোগ করুন । ০১৮৬৬৬৮১৩৬ 01829933421
Wednesday, March 11, 2020

কক্সবাজার ফরাজিপাড় এক মাদ্রাসার ছাত্র ৪ দিন ধরে নিখোঁজ ||amarkhobor24
Tags
# নিখোঁজ সংবাদ
Share This
About amar khobor
নিখোঁজ সংবাদ
Marcadores:
নিখোঁজ সংবাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment