চতুর্দিকে দিকে চেয়ে দেখি
কত মনে স্বপ্ন আঁকি
সবুজ পানে ঘুরবো বেশ
মেলিয়া নয়ন দেখবো বাংলাদেশ।
এই মনে বাসা বাঁধে
কৃষক নাঙ্গল টানে কাঁধে
রাখাল মাঠে চড়ায় কত মেষ
মেলিয়া নয়ন দেখবো বাংলাদেশ।
তার হাসি ভালোবাসি
তেল মাথায় যখন আসি
মা আচড়িয়ে দেয় কেশ
মেলিয়া নয়ন দেখবো বাংলাদেশ।
মনে যা আমার আসে
দাবি যত বাবার কাছে
করবো তাহা তাঁর তরে পেশ
মেলিয়া নয়ন দেখবো বাংলাদেশ।
হাটবো পায়ে দেখবো সাথে
ঘুম পাবে না কোনো চোখে
গায়ে যতখন আছে রেশ
মেলিয়া নয়ন দেখবো বাংলাদেশ।
জীবন কাটাবো ঘুরে ফিরে
যাবো না কোনো নেশায় ভিরে
হবেনা তো আমার নামে কেস
মেলিয়া নয়ন দেখবো বাংলাদেশ।
আসুক যত বাধা সামনে
থাকবো আমি নিজ ঘরে
ছাড়বো না নিজের দেশ
No comments:
Post a Comment