তরুণ লেখক ও সাহিত্যিক নুর আহমদ সিদ্দিকী কে মেরে পেলার হুমকি দিল ছাত্রলীগ দাবিদার বাঁশখালীর চাঁদপুরের আবুল হোসাইন।মোদির আগমন কে ঘিরে নুর আহমদ সিদ্দিকী সোশ্যালি মিডিয়ায় লেখালেখি করায় তাকে এমন হুমকি দেন বলে জানা গেছে।ঐ আবুল হোসেন বলেন,নুর আহমদ সিদ্দিকী তুই ভদ্র তাই ভাল লাগে। অভদ্রতামি করলে দুনিয়া থেকে বিদায় করে দেব।তুর মৃত্যু ঘনিয়ে আসছে।আগামী মার্চের ১৭ তারিখের পর নুর আহমদ সিদ্দিকীর লাশ নিখুঁজ করে পেলারও হুমকি দেন সে।
নুর আহমদ সিদ্দিকী, এই হুমকিতে মোটেও বিচলিত নয় বলে জানিয়েছেন।তিনি বলেন,গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা আজ নেই বললেই চলে।মত প্রকাশের স্বাধীনতা তো নেই লুণ্ঠিত হয়েছে ভোটাধিকারও।মোদি একজন উগ্র সাসম্প্রদায়িক নেতা। তার হাতে লেগে আছে মানুষের রক্ত।গুজরাট ও দিল্লির খুনের মদদতদা ও সমর্থনকারী মোদি বাংলাদেশের আগমন অসম্প্রাদায়িক চেতনার বাংলাদেশের মানুষ মেনে নিবেনা।নুর আহমদ সিদ্দিকী বলেন,দেহে এক বিন্দু রক্ত থাকতে তিনি হক কথা বলে যাবেন।শিয়ালের মত হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মত একদিন বাঁচাটাই শ্রেয বলে মত প্রকাশ করেন তিনি।
No comments:
Post a Comment