মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর,টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুর তেবারিয়া বাজারে অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। ব্যবসায়ীদের দাবি অনাকাংক্ষিত এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য শাহানুর রহমান স্বপন জানান, গতকাল সোমবার (৯ মার্চ) দিবাগত শেষ রাতের দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘটে। আমি খবর পেয়ে ঘটনা স্থলে পৌছাই সেই সাথে ফায়ার সার্ভিসকে ফোন করি। ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী মিজানুর রহমান বলেন অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তেবারিয়া বাজারে বণিক সমিতির সাধারণ সম্পাদক আদিল খান জানান, ঘটনা শোনা মাত্রই মসজিদে মাইকিং করা হয় এবং স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধরনা করা হচ্ছ
No comments:
Post a Comment