বুধবার, ১১ মার্চ ২০২০, সন্ধ্যা ৬:৪৪

করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে স্থগিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২১ ও ২২ মার্চ ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত হতে যাওয়া এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটো টি-টোয়েন্টি ম্যাচ ও ১৮ মার্চ একই জায়গায় অনুষ্ঠেয় এআর রহমানের কনসার্ট। বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ বুধবার বিকেলে সরকারের নির্দেশনায় এসব আয়োজন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন। পরে সুবিধাজনক সময়ে এগুলো আয়োজন করার কথাও বলেছেন তিনি।
সূত্রঃ কালের কন্ঠ
No comments:
Post a Comment