
বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মার্মা (৫২) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাচনু মার্মাসহ ৭-৮ লোক জামছড়ি মুখপাড়ায় মহাজন নামক এক দোকানীর দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ পাশের বাগান থেকে মুখোশ পরা অস্ত্রধারী ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বেরিয়ে এসে বাচনু মার্মাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই বাচনু মার্মা মারা যান এবং ৪ জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
সূত্রঃ দৈনিক সমকাল
No comments:
Post a Comment