পঞ্চগড় প্রতিনিধি:-
পঞ্চগড়ের আটোয়ারীতে 'গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও)র' বাস্তবায়ন ও সহযোগিতায় গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন এবং গ্রাম আদালত সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন সুলতানা।
প্রকল্পের জেলা সম্নয়কারী রাজিউর রহমান রাজু'র সঞ্চালনায় কর্মশালায় গ্রাম আদালতের প্রচারণা বৃদ্ধি ।
বিচারে নারীদের সক্রিয় ভূমিকা পালনের উপর বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, প্রকল্পে জেলার ফ্যাসিলিটেটর আমির হোসেন প্রমুখ।
উপজেলার ৬ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও বিচারক প্যানেলে দায়িত্ব পালনকারী মহিলা সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
নারী বান্ধব গ্রাম আদালত বাস্তবায়নে অংশগ্রহণকারীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
No comments:
Post a Comment