জামালপুর প্রতিনিধি ঃ জামালপুর সদর উপজেলার গোদাশিমলা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) দুপুরে গোদাশিমলা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (লিটন) এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ আনোয়ারুল করিম নাঈম।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফরুজা বেগম, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক ও শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আলম প্রমূখ।
মেহেদী হাসান
জামালপুর প্রতিনিধি
No comments:
Post a Comment