দেখিনি আমি হায়েনা কভু
দেখেছি নরপিশাচ মোদি
আমরা মরেছি রক্ত দিয়েছি
লড়াই চলছে নিরবধি।
হিংস্র হায়েনার থাবা দেখিনি
দেখেছি মোদির হিংস্রতা
ওহে মুসলিম ঘুমিও না আর
হও সবই একতা।
দিকে দিকে কাঁদছে মা বোন আমার
লুণ্ঠিত মানবতা আজই
ওহে রণবীর মুসলিম তুমি
রেখ ফের জীবনবাজী।
ওরা সন্ত্রাস, ওরা গুন্ডা নরপিশাচ
ঘুরে দাড়াও ফের
ঈমানের বলে বলিয়ান হলে
পতন হবে তার, পাবে না ঠের।
মোরা মুহাম্মদের সৈনিক
ওমরের খোলা শমসের
ধ্বংস অনিবার্য হায়েনাদের
কাসিমের ন্যায় ঘুরে দাঁড়াও ফের।
তার হাতে মুখে লেগে আছে
নীরহ মা বোনের রক্ত
ওরে বীর মুজাহিদ জাগো
রচনাকালঃ ২৭/০২/২০২০
No comments:
Post a Comment