পঞ্চগড় প্রতিনিধি:-
পঞ্চগড়ের আটোয়ারীতে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছে (৩) চোর ।
জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের খাদেমুল ইসলামের বাড়িতে ২৬ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে তিন চোর চুরি করতে গেলে জিও কোথা থেকে এসে চোরকে জাপটিয়ে ধরে চিল্লাহাল্লা করলে গ্রামবাসীরা ছুটে এসে আরো দুই চোরকে আটক করে।
আটককৃত ১৪ এর গণধোলাই দিতে থাকলে ওই এলাকার ইউপি সদস্য মারফত আলী তার বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে ক্ষিপ্ত জনতার হাত থেকে তিন চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, তোডিয়া ইউনিয়নের কাটালি কোন পাড়া গ্রামের পজির উদ্দিনের পুত্র মোহাম্মদ নাজমুল(২৯) দারখোর ধনি পাড়া গ্রামের কালাম উদ্দিনের পুত্র মোঃ আনারুল ইসলাম(২৮)ও কাটালি ভেলকু পাড়া গ্রামের মৃত আকতার আলী পুত্র মোঃ আরাফাত আলী ভুট্টো(২৫) ওসি ইজার উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে ২৭ফেব্রুয়ারি নিয়মিত মামলা রুজু করে চালান দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment