বরিশাল চরমোনাই থেকেঃ বরিশালের চরমোনাই তিনদিন ব্যাপী মাহফিলের শুক্রবার জুমার বয়ান করতে গিয়ে এক পর্যায়ে ভারতের আন্তর্জাতিক সন্ত্রাস মোদি সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে নায়েবে আমীরুল মুজাহীদিন মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন,ভারতের অসহায় মুসলমানদের উপর যে নির্যাতন শুরু করেছ তোমার সময় ঘনিয়ে এসেছে।
তিনি বাংলাদেশ সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন,মোদি সরকারকে বাংলাদেশে আসতে নিশেষ করুন।মোদি সন্ত্রাস,মোদি মানুষ খেকো। মুজিববর্ষে মোদী বাংলাদেশে আসতে পারবে না এটাই আমাদের শেষ কথা অন্যথায় গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হবে।এটা ধরে রাখা আপনাদের জন্য কষ্টকর হবে।
উপস্থিত জনতাকে সজাগ থাকার আহবান করেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।এবং আগামীতে সভা সমাবেশ ঢাক দিলে একসাথে সবাই মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
No comments:
Post a Comment