লক্ষ্মীপুর প্রতিনিধিঃঃ বাংলাদেশ মুজাহিদ কমিটি কমলনগর উপজেলা শাখা মুন্সিগঞ্জ বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আগামী কাল ১৯ ফেব্রুয়ারি বুধবার,মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
মাহফিলটি সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক মুফতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (বয়ান বিকাল ৩ টায়)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,হাফেজ্জী হুজুর রহ.-এর জামাতা ও ও চেয়ারম্যান হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ (বয়ান সকাল ১১ টায়),বহুল আলোচিত বক্তা খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (বয়ান যোহরের নামাজের পর),উদীয়মান তরুন বক্তা হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী (বয়ান ১২ টায়),হযরত মাওলানা ইউনুছ আহমাদ বরিশাল (বয়ান সকাল ১০ টায়)।
মাহফিলের বিশেষ আকর্ষণ কেরাত পরিবেশন করবেন, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিশুক্বারী আবু রায়হান ও আলোড়ন সৃষ্টিকারী শিশুকারী সিফাতুল্লাহ আড়াইহাজারী।
No comments:
Post a Comment