উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে (৩২ প্রহরব্যাপী) । প্রায় শত দল এই নাম যজ্ঞ অনুষ্ঠানে ভগবানের কীর্তন নাম যপে চলেছে। নাম্যজ্ঞনুষ্ঠান উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান সহ অন্যান্যরা। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, অধিবাস এর মাধ্যমে শুরু হয়ে চলবে আগামী পাঁচ দিন। গতকাল নড়াইল ১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কবিরুল হক (মুক্তি) নিজে সরেজমিন পরিদর্শন করেন নামযজ্ঞনুষঠান ও মেলার মাঠ।
যজ্ঞ অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন,বাবু সমীর কুমার সাহা,অ্যাডঃ বিশ্বজিৎ বিশ্বাস,বাবু অশোক কুমার ঘোষ,বাবু দীপক কুমার কুন্ডু,বাবু তপন কুমার দত্ত, বিশ্বনাথ স্বর্নকার,অসিত ঘোষ,অপূর্ব সরকার,অলোক সাহা,কমলাখী বিশ্বাস,অ্যাডঃ ননী গোপাল ঘোষ,রিপন সাহা,গৌতম সূত্রধর,সহ অত্র এলাকার ধর্ম প্রাণ সনাতন ধর্মালম্বী লোকজনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এ অনুষ্ঠান। প্রতিদিন প্রায় ১০ হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্হা করেন যজ্ঞনুষ্ঠান কমিটি। যজ্ঞনুষ্ঠান চলাকালীন ৫দিন মোট ৫০হাজার ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়েছে। গত কাল সোমবার ভক্তদের মাঝে প্রসাদ অ্যাপায়ন করেন অপূর্ব সরকার।Wednesday, February 26, 2020

নড়াইলে নাম যজ্ঞ অনুষ্ঠানে পরিদর্শন এমপি মুক্তি ||amarkhobor24
Tags
# দেশীয় খবর
Share This
About amar khobor
দেশীয় খবর
Marcadores:
দেশীয় খবর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment