বিশেষ সংবাদদাতাঃ একুশে গ্রন্থমেলায় এসেছে হাবিবুর রহমান মিছবাহ’র আলোচিত মোটিভেশনাল বই ‘চেইঞ্জ ইউর মাইন্ড’।২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লেখক মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এর পর থেকেই বইটি কেনার জন্য পাঠকদের ভীর শুরু হয়েছে। বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাএরা ভীর জমাচ্ছে বই কিনতে।তবে বই এর জনপ্রিয়তা দেখে একটি বিশেষ সাম্প্রদায়িক চেতনা গোষ্ঠীর চুলকানি শুরু হয়েছে। দেশ ও দেশের বাহিরের বিভিন্ন বিতর্কিত লোকজন হতাশা মুলক পোস্ট দিচ্ছে।এদিকে যতই চুলকানি হচ্ছে ওদের ততই বেশি বই কিনছে পাঠকরা।নিজের জন্য নিচ্ছেন এবং উপহার দেওয়ার জন্যও কিনছেন।
সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা মিডিয়ার কাজ। কিন্তু বর্তমান বিশ্বে যেন এই ধারণাটাই অতীত হতে চলছে। এখন সাদাকে সাদা বলা হয় না, কালোকে কালো বলা হয় না সহজে। অনেক ঘুরিয়ে-পেঁচিয়ে সাদাকে কালো বানানোর প্রয়াস চলে প্রতিনিয়ত। যা আমাদের চিন্তা-চেতনার বিকৃতি ঘটায়। সত্যকে জানতে, বুঝতে দেয়াল হয়ে দাঁড়ায়। ফলে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনে রাখে ব্যাপক ভূমিকা।
ক্ষেত্র বিশেষে আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয় অপ্রত্যাশিত চিন্তার আশ্রয়ে। এমন সব বিষয় নিয়েই আলোকপাত করা হয়েছে ‘চেইঞ্জ ইউর মাইন্ড’ বইটিতে।
বইটির লেখক নন্দিত ওয়ায়েজ ও আলোচক ‘হাবিবুর রহমান মিছবাহ’। বয়ানের ময়দানে যেভাবে মানুষকে আলোর দিকে ডাকেন, ঠিক সেভাবেই লেখালেখির জগতেও মানুষকে আহ্বান করেন আলোর পথে। আহ্বান করেন সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা শিখতে।
রকমারি ডটকম থেকে প্রি-অর্ডার করতে ক্লিক করুন বইটি সাজানো হয়েছে আলোচনা, প্রবন্ধ, গল্প আর মূল্যবান কিছু কথামালা নিয়ে। পাঠক নিশ্চয়ই চিন্তার খোরাক পাবেন বইটিতে। সত্য জেনে আলোর পথে আসতে পাঠকের বিবেককে নিশ্চয়ই নাড়া দেবে ‘চেঞ্জ ইউর মাইন্ড’।
বইয়ের প্রতিটি কথা, প্রতিটি আলোচনা, প্রতিটি গল্প মোটিভেশনালধর্মী। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং বাস্তবতা বুঝতে ও জানতে পাঠককে উদ্বুদ্ধ করবে।
২১ ফেব্রুয়ারি থেকে বইমেলায় বাবুই প্রকাশনীর ৩২২-৩২৩ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ইতোপূর্বে হাবিবুর রহমান মিছবাহ’র বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এটি তার অষ্টম বই।
বইটির প্রি-অর্ডার চলছে জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডটকম, ইফোর্ট-বিডি ডডকমে।
এক নজরে বই:
বই: চেঞ্জ ইউর মাইন্ড
লেখক: হাবিবুর রহমান মিছবাহ
প্রকাশনী: আত তাকওয়া পাঠাগার
রকমারি ডটকম থেকে বইটি অর্ডার করতে ক্লিক করুন অথবা ফোন করুন ১৬১৯৭
No comments:
Post a Comment