বাংলা আমার মাতৃভাষা
সকল ভাষার সেরা
আমরণ রাখব স্মরণ
শহিদ হলেন যারা।
বাংলার আমার প্রথম শেখা
মায়ের ভালোবাসা
সে ভাষাতেই স্বপ্ন দেখি
বেঁচে থাকার আশা।
হৃদয় মাঝে স্বপ্ন বুনি
বাংলা ভাষার তরে
ভাষার জন্যে জীবন দিলে
তারা কভু নাহি মরে।
রফিক সালাম ভাষার তরে
জীবন দিল হেসে
বছর ঘুরে তাদের স্মৃতি
হৃদয় মাঝে ভাসে।
যে ভাষাতে গদ্য লিখি
মন ভুলানো কথায়
অশ্রু ঝরে অঝরধারায়
ভাই হারানোর ব্যথায়।
বিশ্ব মাঝে বাংলা আমার
খোদার সেরা দান
জীবন দিয়ে রাখব ধরে
বাংলা ভাষার মান।
যে ভাষাতে মাকে ডাকি
পরম ভালোবাসায়
যে ভাষাতে পঠন পাঠন
অালো পাওয়ার অাশায়।
রচনাকালঃ২১/০২/২০২০
No comments:
Post a Comment