আল্লামা আযহার অালী আনোয়ার এর মৃত্যুতে গভীর শেক প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক , কলামিষ্ট ও সাহিত্যিক নুর আহমদ সিদ্দিকী।গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন দেশ ও মুসলিম উম্মার সম্পদ।তাঁর মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতির পাশাপাশি আমরা একজন প্রবীণ বুজুর্গ ও বিজ্ঞ আলেম কে হারালাম।তিনি আক্ষেপ করে বলেন,আমরা জীবিত মনীষীদের সম্মান বা কদর করিনা বরং মৃত্যুর পর মায়া কান্না করি।
তাই জীবিত মনীষীদের যথাযথ সম্মান করলে এ দেশে গুণীজনের জন্ম হয়।কথায় আছে যে দেশে গুণীজনের ক্বদর নেই সে দেশে গুণীজন জন্মায় না।সকল বিজ্ঞ আলেম ও মনীষীদের কে সম্মান করতে হবে।সমাজের পরতে পরতে প্রচার বিমুখ বিজ্ঞ আলেমদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।অতীতে যারা বিদায় হয়েছেন তাদের ইতিহাস, ঐতিহ্য ও অবদান নতৃন প্রজন্মেন কাছে তুলে ধরতে হবে।তিনি শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
No comments:
Post a Comment