উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইলের কাঞ্চনপুর বিশ্ব শুকহরি রাধাগোবিন্দ সেবাশ্রমে দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রআয়োজনে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য পদ্মনাভ ঠাকুর (শ্রীধাম ওড়াকান্দি) উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, ধর্মীয় আলোচনা সভায় পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, প্রধান আলোচক হরিগুরুচাঁদ মতুয়া মিশন যুব সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য সম্পদ ঠাকুর, প্রধান বক্তা লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক পিযূষ কান্তি রায়, মতুয়াধর্ম আলোচক ফেলারাম গোসাই, বিশেষ অতিথি মাগুরা জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জনতা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক বলদেব বিশ^াস (মতুয়ারত্ম), নড়াইল জজকোর্টের আইনজীবি রবীন্দ্রনাথ বিশ্বাস, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি কমল কৃষ্ণ বালা, জয়পুর তারকচাঁদ মন্দিরের সভাপতি বিজয় গোঁসাই, সনাতন বিদ্যার্থী সংসদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক রণজিত টিকাদার, বাংলাদেশ মতুয়া সংসদ জেলা শাখার সভাপতি পরিক্ষীত গোঁসাই, কাশিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদেও সভাপতি নৃপেন চন্দ্র হোড়, হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঞ্চনপুর মহাশ্মশান হরিমন্দির কমিটির আহবায়ক অলোক পান্ডে।
Friday, January 24, 2020

কাঞ্চনপুর সেবাশ্রমে ৩০টি মতুয়া দলের সুবিশাল মহাসম্মেলন অনুষ্ঠিত
Tags
# দেশীয় খবর
Share This
About amar khobor
দেশীয় খবর
Marcadores:
দেশীয় খবর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment