রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক এসআই মহসিন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী মো: ইব্রাহিম হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেন।
ধর্ষক ইব্রাহিম উপজেলার মুক্তারপুর ডাওরী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানান, মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও মুক্তারপুর গ্রামের কালা মিয়া চৌকিদার বাড়ির মানিকের মেয়েকে গত ২১শে জানুয়ারী মঙ্গলবার রাতে বসতঘরের পাশ্বে বাগানে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষিতাকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্বার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সৃষ্ট ঘটনায় ধর্ষিতার বাবা মানিক হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ইব্রাহিম হোসেনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আদালতে ধর্ষক ধর্ষণের ঘটনা স্বীকার করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মহসিন চৌধুরী।
No comments:
Post a Comment