নিজস্ব সংবাদদাতাঃ আমার নিউজ
বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রিয় বক্তা জনপ্রিয় নন্দিত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি ( কুয়াকাটা) হুজুরের মাহফিল জনসমুদ্র পরিনত হয়েছে। সোমবার ২০ জানুয়ারী বাদ যোহর কক্সবাজার ঈদগাঁহ মাঠে এই ঐতিহাসিক সম্মেল অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকেই দুর দারান্ত থেকে লোকজন বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে।বেলা এগারোটার আগেই মাঠ কানায় কানায় ভরে উঠে মানুষের জনসমুদ্রে রুপ নেয়।অনেকেই আগের রাতেই এসে উপস্থিত হয়ে মাঠে অবস্থান নেয়।
মাহফিল শুরুর আগেই পুরো শহর ব্লক হয়ে যায় মানুষের ভীরে। বাদ যোহর কুয়াকাটা হুজুর স্টেইজে আসলে লাখো লাখো মানুষের মহু মহু আল্লাহ আকবার নারায়ে তাকবীর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরা ময়দান। যায়গা সংকটে অনেককেই আশেপাশের বাসাবাড়ির ছাদে বসে বয়ান শুনতে দেখা যায়। মাহফিলের আশপাশে দুই হাজার স্বেচ্ছাসেবক থাজলেও জনতার ভীর সামলাতে হিমসিম খেতে হয়। বাদ যোহর ঘন্টাব্যাপী প্রধান বক্তা হিসেবে মূল্যবান কোরআন ও হাদীসের আলোচনা রাখেন খতিবুল উম্মাহ মাও: হাফিজুর রহমান ছিদ্দীকি কুয়াকাটা, জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা।
মাহফিল শুরুর আগেই পুরো শহর ব্লক হয়ে যায় মানুষের ভীরে। বাদ যোহর কুয়াকাটা হুজুর স্টেইজে আসলে লাখো লাখো মানুষের মহু মহু আল্লাহ আকবার নারায়ে তাকবীর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরা ময়দান। যায়গা সংকটে অনেককেই আশেপাশের বাসাবাড়ির ছাদে বসে বয়ান শুনতে দেখা যায়। মাহফিলের আশপাশে দুই হাজার স্বেচ্ছাসেবক থাজলেও জনতার ভীর সামলাতে হিমসিম খেতে হয়। বাদ যোহর ঘন্টাব্যাপী প্রধান বক্তা হিসেবে মূল্যবান কোরআন ও হাদীসের আলোচনা রাখেন খতিবুল উম্মাহ মাও: হাফিজুর রহমান ছিদ্দীকি কুয়াকাটা, জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা।
No comments:
Post a Comment