
প্রথমবার ইভিএমে ত্রুটি থাকলেও বর্তমানে ভালো প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘ইভিএমে মক ভোটদান প্রদর্শনী অনুষ্ঠান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে নূরুল হুদা বলেন, ‘ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে বিলবোর্ড বণিক সমিতি, মহল্লার বিভিন্ন সোসাইটিসহ সবখানেই ব্যাপক প্রচার চালানো হচ্ছে। লিফলেট বিতরণ করা হচ্ছে। এর বাইরে মিডিয়ায়ও অনেক প্রচার হয়েছে। লিফলেটটা যদি একজন শিক্ষিত লোক দেখেন, তিনি বুঝতে পারবেন। সিইসি বলেন, ‘ইভিএমে বিলম্ব হওয়ার কোনও কারণ নেই।
No comments:
Post a Comment