দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঢাকা কলেজে ইশা ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন আগামীকাল (১১-০১-২০২০) তারিখ শনিবার বিকাল ৩ টায়। এ উপলক্ষে ব্যপক আয়োজন করেছে ইশা ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পূর্ণ বলে জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম আবদুল জলিল। এ ছাড়া ও উপস্থিত থাকবেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সভাপতি এস এম মাহমুদুল হাসান ভূঁইয়া। তিনি ঢাকা কলেজের সকল সচেতন ছাত্রকে উক্ত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ আন্দোলনে ঢাকা কলেজের অবদান অনস্বীকার্য। ইনশাআল্লাহ ইসলমী বিপ্লবেও ঢাকা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সকলের উপস্থিতি কামনা করছি।
এম এ মোতালেব পাটোয়ারী
ঢাকা কলেজ প্রতিনিধি।
No comments:
Post a Comment