আর যাব না স্কুলেতে
শিক্ষক দেয় বকা
দিনে দিনে হচ্ছি আমি
কেমন যেন একা
পাড়ার ছেলে মেয়ে যখন
মাছ ধরতে যায়
আমরও বেশ ইচ্ছা করে
মাছ ধরতে যাই।
বাবা মায়ের আদর স্নেহ
কমছে যেন ধীরে
আদর স্নেহ ভাগ হয়েছে
ছোটন সোনা ঘিরে
আর যাব না করতে কোচিং
মন চাই না যেতে
মনটা ছুটে দিবা রাতে
সুজলা সুফলা ক্ষেতে।
ভাল লাগে না পরীক্ষার আর
ভাল লাগে না পড়া
দিন দুপুরেও পড়ার তরে
করে বাবা তাড়া
মা বলছে সোনা আমার
বকব না আর কভু
করছি শপথ বিধাতার তরে
No comments:
Post a Comment