মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর,টাংগাইল প্রতিনিধিঃটাংগাইলে ৫৯তম ব্যাচের ফার্মাসিস্ট ক্লাশ শুরু হলো।
আজ শুক্রবার ৬ ডিসেম্বর ২০১৯ টাংগাইল জেলা শাখা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
সভাপতিত্ব করেন শামসুদ্দিন খান খশনুবিশ প্রধান বক্তা নজরুল ইসলাম সাধারন সম্পাদক কেমিস্ট এন্ড ড্রাগিস্ট শাখা টাংগাইল।
পরিচালনায় জ্যোতি বিনত গোস্বামী আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম,এটিএম সালাহ উদ্দিন,প্রশান্ত পাল চৌধুরী।৩০০ জন ছাত্র ছাত্রী নিয়ে ক ও খ শাখা করে দুইজন শিক্ষক ক্লাশের দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।ক শাখায় দায়িত্ব পালন করেন সাদিয়া আহমদ ও খ শাখায় সুবন দেব। বক্তারা সকলেই এই মহৎ পেশাকে সচেতনতা বৃদ্ধির জন্য আলোকপাত করতে আগ্রহ প্রকাশ করেন।
দীর্ঘ ফার্মাসিস্ট কোর্স বন্ধ থাকার কারনে অনেক জটিলতায় পড়তে হয়।
এ সময় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি অনেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment