মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাাঙ্গাইলের মধুপুরে একদিকে ট্রাক শ্রমিক তাদের ৯ দফা দাবি আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে জলছত্র নামক স্থানে ৪ বছরের এক নিষ্পাপ শিশুর পায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে বীর দর্পে পার হয়ে গেল এক ঘাতক ট্রাক ড্রাইভার। জানা যায় বুধবার (২০ নভেম্বর)বিকেলে জলছত্র হতে অটোভ্যন রিক্সা যোগে ইব্রহীম তার মা চায়না বেগমের সাথে বাড়ীতে যাচ্ছিল। এমন সময় জলছত্র বাজার হতে একটু দুরে বিপরীত দিক থেকে সাইফুল ট্রেডার্স নামক সার ভর্তি একটি ট্রাক যার নাম্বার ঢাকা (মেট্রো ট ২২-২৮৫৭)। পত্যক্ষ দর্শি এবং এলাকা সুত্রে জানা যায় দ্রুত আসা ট্রাকটি ভ্যান চাপ দিলে ইব্রাহীম পড়ে যায় এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয় তার পা। স্হানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে ময়মনসিংহ হাসপাতালে শিশুটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিশুটির অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। আহত শিশুটি উপজেলার গোবদিয়া গ্রামের মো: তোতা মিয়ার এক মাত্র ছেল। ঘাতক ট্রাকটি বর্তমানে অরণখোলা পুলিশ ফাড়িতে আটক আছে বলে জানিয়েছেন মধুপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো.তারিক কামাল।
No comments:
Post a Comment