কুতুবদিয়া প্রতিনিধিঃ
কুতুবদিয়ায় উত্তর ধুরুং এলাকায় আজম সড়কে যাত্রীবাহি জীপগাড়ির ধাক্কায় রাকিব নামের এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া যায়। ৬ নভেম্বর সন্ধ্যা ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জীপগাড়িটি উপজেলার উত্তর ধুরুংয়ের আকবর বলীর পাড়ার ঘাট থেকে আজম উদ্দিন সিকদার পাড়া এলাকায় পৌছলে
আবু ছালেকের শিশু পুত্র রাকিব রাস্তা পার হতে গাড়িটির সাথে ধাক্কা লাগে। শিশুটিকে আহত অবস্থায় স্থানীয় জনতা দুর্ঘটনাটি থেকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: জয়নাল আবেদীন তাকে মৃত্যু ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদাউস বলেন- শিশু মৃত্যুর
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment