মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ করেই লবণের দাম ১৫ টাকা থেকে ৪০/৫০ টাকায় বিক্রি করা হচ্ছে এমন খবরে মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফা জহুরা ও মধুপুর সহকারী পুলিশ সুপার জনাব কামরান হোসেন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারিক কামাল মধুপুর বাজার পরিদর্শন করেন এবং যাতে কোন বিক্রেতা বেশি মুল্যে লবন বিক্রি না করেন এবং ক্রেতাগন বেশি মুল্যে যাতে ক্রয় না করেন সে বিষয়ে পরামর্শ দেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফা জহুরা বলেন - একদল অসাধু চক্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে লবণের অপ্রাপ্যতা ও মূল্য বৃদ্ধির গুজব ছড়াচ্ছে। লবণের সরবরাহ স্বাভাবিক ও পর্যাপ্ত রয়েছে। দামও বৃদ্ধির কোন সুযোগ নেই। কাজেই কেউ প্রয়োজনের অতিরিক্ত লবণ ক্রয় করবেন না।কেউ অধিক মূল্যে লবন বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment