জেলা সংবাদদাতা ঃ
কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ১৯ ইং বৃহস্পতিবার একই দিন এই দুটি মাহফিল হবে। কটিয়াদীর মাহফিলটি হবে দিনে যোহর বাদ বয়ান এবং কুলিয়ারচর বাদ মাগরিব বয়ান।
প্রধান অতিথি হিসেবে মাহফিলে বয়ান করার কথা রয়েছে, নায়েবে আমীরুল মুজাহেদীন শায়খুল হাদীস মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম, দাঃবাঃ, শায়খে চরমোনাই।
১ ম মাহফিল,
কটিয়াদী উপজেলাঃ
বৃহস্পতিবার দুপুরে ( বয়ান বাদ যোহর)
দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মাঠ, ভোগপাড়া নতুন গরুহাট, কটিয়াদী বাস্ট্যান্ড সংলগ্ন।
কুলিয়ারচর উপজেলা ঃ একই দিন ১৪ নভেম্বর বৃহস্পতিবার (বাদ মাগরিব বয়ান)
স্থান - ছয়সুতি উচ্চ বিদ্যালয় মাঠ
No comments:
Post a Comment