মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এ ভাঙ্গনের ফলে বিলীন হয়ে যাচ্ছ আবাদী জমি। মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের শালিখা কুড়িবাড়ি গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া বংশাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করা হচ্ছে ফলে ব্যাপক নদী ভাঙ্গন সহ বিলীন হয়ে যাচ্ছে আবাদী জমি। সরকারের নির্দেশনা অমান্য করে প্রতিনিয়ত বালি উত্তোলনের কারনে নদীর তলদেশে অতুল সমুদ্রের আকার ধারণ করছে। নদী ভাঙ্গনে আবাদী ধানের জমি বিলীন হয়ে যাচ্ছে। ইতি মধ্যেই ড্রেজার মেশিনের আশপাশে কয়েক একর আবাদী জমি নদী গর্ভে চলে গেছে। এভাবে আর কয়েক দিন বালি উত্তোলন করলে আশপাশের সমস্ত আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে এবং এই বালি উত্তোলন দ্রুত সময়ে বন্ধ না করলে আশপাশের বাড়িঘর নদী গর্ভে চলে যাবে এমনটাই দাবি জানিয়েছেন এলাকাবাসী।
No comments:
Post a Comment