পেঁয়াজের দাম বেড়েই চলেছে, যা নিয়ে উদ্বেগের শেষ নেই দেশবাসীর। এ অবস্থায় বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আনা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে। কার্গো বিমান ভাড়া করে পেঁয়াজ আনা হচ্ছে। কাল-পরশু পেঁয়াজ এলে দাম কমে যাবে। আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘যাদের কারণে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছে বা দাম বেড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ এ সময় ভারতে ১০০ রুপি পেঁয়াজের দামের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর পর সরকার মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। তবে আমদানির পরেও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গতকাল দেশে পেঁয়াজের দাম প্রতি কেজি ২৫০ টাকা পর্যন্ত উঠতে দেখা যায়।
Saturday, November 16, 2019

পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর সমস্যা হবে না: প্রধানমন্ত্রী
Tags
# জাতীয় খবর
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Share This
About amar khobor
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Marcadores:
জাতীয় খবর,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment