চিকিৎসার স্বার্থে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এসময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বলেন, ‘সরকারের অনুমতি নিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য গিয়েছিলাম। তিনি এদেশের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সত্যিকার অর্থেই উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। মাননীয় সংসদ নেতাকে (শেখ হাসিনা) বিনীতভাবে অনুরোধ, অন্তত চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিন। উনার সুচিকিৎসার ব্যবস্থা আপনি (শেখ হাসিনা) গ্রহণ করুন। উনার (খালেদা জিয়া) যে বয়স উনি চলাফেরা করতে পারেন না। সংসদ নেতার দৃষ্টিতে বিষয়টি নিয়ে এসে এ বিষয় বিবেচনার জন্য অনুরোধ করবো।’
Thursday, November 14, 2019

সংসদে খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ:amar khobor
Tags
# জাতীয় খবর
# জাতীয় সংসদ
Share This
About amar khobor
জাতীয় সংসদ
Marcadores:
জাতীয় খবর,
জাতীয় সংসদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment